ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যফ্রন্ট বৈঠক চলছে। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 26 November 2018

ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্যফ্রন্ট বৈঠক চলছে। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে হঠাৎ বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল সোয়া ১০ রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এই বৈঠক শুরু হয়।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মো. মনছুর, মোস্তফা মহসিন মন্টু, জগলুল হায়দার আফিক, সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতনসহ প্রমুখ উপস্থিত আছেন।
পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগের নেতাদের ধানের শীষ প্রতীকের টিকিট ইস্যু করা হয়। বেশিরভাগ আসনে একাধিক প্রার্থী রেখে চিঠি দেয়া হচ্ছে। এতে বেশিরভাগই পুরনো মুখগুলোকে দেখা গেছে।
এদিকে গতকাল সোমবার রাত পর্যন্ত একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়াইয়ের জন্য ১২৪টি আসনে মনোনয়ন চিঠি ইস্যু করেছে বিএনপি। এতে প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন ২০৯ জন।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages