মুশফিকের দ্বিতীয় ডাবল সেঞ্চুুরি।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 12 November 2018

মুশফিকের দ্বিতীয় ডাবল সেঞ্চুুরি।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ক্রীড়া রিপোর্ট:

মুশফিকুর রহিমকে কেনো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বলা হয়? টি-টোয়েন্টির ধুন্ধুমার ক্রিকেট, ওয়ানডেতে দলের হাল ধরা আর টেস্টের ধৈর্য পরীক্ষা। সব মিলে মুশফিকুর রহিম যে একটা প্যাকেজ বাংলাদেশ ক্রিকেটের জন্য, সেটার প্রমাণ আগেই দিয়েছেন অনেক।

সিলেট টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি দুই ইনিংসের কোনও ইনিংসে। সেই ম্যাচের ব্যর্থ মুশফিক, দলের চেহারাও ছিল ম্লান। পাঁচ দিনের টেস্ট চারদিনেই শেষ।

লজ্জার হার নিয়ে ঢাকায় এসে শুধু শরীরী ভাষা বদলায়নি বাংলাদেশ দলের, বদলেছে মাঠের পারফরম্যান্সও। আগেরদিন মুমিনুল হক অল্পকটা রানের জন্য ছুঁতে পারেননি ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। মুশফিক অবশ্য মুমিনুলের মতো হতাশ করেননি টাইগার সমর্থকদের।

২০১৩ সালে মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে খেলেন ২০০ রানের মহাকাব্যিক এক ইনিংস। এরপর কতো ম্যাচ খেলেছেন। দ্বিশতকের আর দেখা মেলেনি।

অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর মুশফিক আবারও দেখা ফেলেন দ্বিশতক। প্রথম দিন দুই ওপেনারের দ্রুত বিদায় আর অভিষিক্ত মোহাম্মদ মিঠুনের শূন্য রানে বিদায়ের পর ১২ ওভারের মাথায় নামেন ব্যাটিংয়ে মিস্টার ডিপেন্ডেবল।

এরপর মুমিনুলকে নিয়ে গড়েন ২৬৬ রানের জুটি। মুমিনুলের বিদায়ের পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে গড়েন ৭৩ রানের জুটি।

দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত কোনও উইকেট না হারালেও মধ্যাহ্ন বিরতির পর কাইল জার্ভিসের শিকার মাহমুদুল্লাহ আর আরিফুল হক। তবু থামেননি মুশফিক। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক।

এর আগে বাংলাদেশের হয়ে দ্বিশতক হাঁকিয়েছিলেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান।

একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages