একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
এক মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার বন্ধু তালিকায় থাকা সবার কাছে অনুরোধ পাঠাতে থাকে টাকার জন্য। পরে ফেসবুক অ্যাকাউন্ট ফেরত দেওয়ার জন্য সেই মেয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করে।
অবশেষে চট্টগ্র্রাম নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সেই হ্যাকার।
গতকাল বুধবার (২৮ নভেম্বর) নগরের নিউমার্কেট এলাকার জলসা মার্কেট থেকে গ্রেফতার করা হয় হ্যাকার মো. খালেদ মাহমুদকে (১৮)।
তার ফেসবুক নাম আদিল, হ্যাকার হিসেবে ব্যবহার করে ‘আফরান’ নাম। খালেদ মাহমুদ লোহাগাড়া উপজেলার মিয়াজিপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে।
পুলিশের কাছে খালেদ মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, ফেসবুক, ইমেইল হ্যাকিংয়ে দক্ষ খালেদ মাহমুদের মাত্র ২ থেকে ৫ মিনিট সময় লাগে ফেসবুক ও ইমেইল আইডি হ্যাক করতে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর আলম বলেন, কোতোয়ালী থানার জলসা মার্কেট থেকে হ্যাকার মো. খালেদ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, কয়েকদিন আগে সে এক মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করে। ওই মেয়ের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে তাকে গ্রেফতার করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment