![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি;
নিখোঁজের একদিন পর উদ্ধার হওয়া ৭ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী এখন পুলিশ হেফাজতে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের খোর্দ্দা গ্রামের নরোত্তম দাশের নাবালিকা কন্যার সঙ্গে বাগজানা নদীর ধার এলাকার কেরামত আলীর পুত্র আপেল হোসেন প্রেমের সম্পর্ক তৈরি করে। সম্পর্কের এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে নরোত্তম দাসের নাবালিকা কন্যা ও বাগজানা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে সে উধাও হয়।
ঘটনার দিন থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজির পর শনিবার রাতে মেয়েটিকে বগুড়ার দুপচাঁচিয়া থেকে সেখানকার ইউপি সদস্যের সহায়তায় উদ্ধার করে পাঁচবিবি থানায় আনা হয়।
আপেল হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment