ভোলায় এক পুলিশ সদস্যের মহানুভবতা- - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 4 November 2018

ভোলায় এক পুলিশ সদস্যের মহানুভবতা-


একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
সোমবার ৫ নভেম্বর ভোলায় এক পুলিশ সদস্য মহানুভবতার পরিচয় দিয়েছে। আজ রবিবার সকালে তিনি এ মহানুভবতার পরিচয় দেন। আমরা যেই পুলিশ সদস্যদের কথা বলছি তিনি হলেন ভোলা ট্রাফিক পুলিশের একজন সদস্য এএসআই শাহে আলম।
রবিবার ৪ অক্টোবর সকালে ডিউটির এক ফাঁকে ভোলা শহরের বাংলাস্কুল মোড়ে এসে দেখেন এক অসহায় পথশিশুর পায়ের উপর দিয়ে মোটর চালিত রিকশা চলে যায়। শিশুটি ব্যাথায় রাস্তার উপর পরে কাতরাচ্ছে। তিনি শিশুটির এ অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুটির পা এক্সরে করে দেখা যায় যে, গোড়ালী ভেঙ্গে গেছে। তখন তিনি শিশুটির পা ব্যান্ডেজ করে তার গ্রামের বাড়ীতে পৌঁছে দেন।
ঘটনা সম্পর্কে জানতে এএসআই শাহে আলম এর সাথে কথা হলে তিনি একুশে মিডিয়াকে জানান, সকাল ৮ টার দিয়ে আমি ডিউটিতে এসে দেখি বাংলাস্কুল মোড়ে শিশুটি রাস্তার উপর ব্যাথায় কাতরাচ্ছে। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য আমি তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই এবং এক্সরে করিয়ে জানতে পারি দূর্ঘটনার ফলে শিশুটির পায়ের গোড়ালী ভেঙ্গে গেছে। অতঃপর শিশুটির পায়ে ব্যান্ডেজ শেষে তার নিজ গন্তব্যস্থল আলগীর গ্রামে পৌছে দেই। এএসআই শাহে আলম আরো জানান, শিশুটির জন্য আমি যা করেছি তা আমার দায়িত্ব। আমি আমার বিবেকের তাড়নায় এটি করেছি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages