যশোরে ৯বছরের শিশু ছাত্রকে গলা কেটে হত্যা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 4 November 2018

যশোরে ৯বছরের শিশু ছাত্রকে গলা কেটে হত্যা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এবিএস রনি, যশোর প্রতিনিধি:
যশোর অভয়নগর উপজেলায় দ্বিতীয় শ্রেণী ছাত্র হাসিবুর রহমান(৯) বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।পরে শিশুটির লাশ স্থানীয় একটি পুকুরে ফেলে যায়।
বরিবার (০৪ই নভেম্বর) সকাল দিকে অভয়নগর একতাপুর গ্রাম থেকে হাসিবুর এর লাশ উদ্ধার করে পুলিশ।কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা তা কেউ বলতে পারেনি।
নিহত শিশু হাসিবুর রহমান একতাপুর গ্রামের মফিজুর রহমান এর একমাত্র ছেলে।নিহত শিশু একতাপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলো।
এদিকে শিশু হাসিবুর রহমানের হত্যার খবর বিদ্যালয় পৌছালে সেখানে শোকের ছায়া নেমে আসে,সহপাটি হত্যা প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা মানব বন্ধন করেছে বলে জানা যায়।
অভয়নগর থানার এসআই সাইফুল আলম খবরে সত্যতা নিশ্চিত করে একুশে মিডিয়াকে করেন, তিনি বলে কে বা কাহারা হাসিবুর কে গলা কেটে হত্যা করে পুকুর পাড়ে ফেলে যায়,তিনি আশা করেন দ্রুত এই ঘটনায় ক্লু উদঘাটিত হবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages