শাহীন চাকলাদার |
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শাহীন চাকলাদার।
মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।
রাতে বিষয়টি জানাজানি হয়েছে। এ নিয়ে চলছে নানা গুঞ্জন।
জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, সোমবার সন্ধ্যার পর একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে শাহীন চাকলাদার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
তিনি বলেন, আবেদনপত্রটি মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
শাহীন চাকলাদারের অনুসারী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, শাহীন ভাই ২০০৮ সালে দলের কাছে মনোনয়ন চেয়েছিলেন, পাননি। ২০১৪ সালেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেই সময় নেত্রী (শেখ হাসিনা) মনোনয়ন না দিয়ে, বলেছিলেন তুমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করো। তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও মনোনয়ন দাবি করেছিলেন, কিন্তু উপজেলা চেয়ারম্যান হওয়ায় দল মনোনয়ন দেয়নি।
শাহারুল ইসলামের দাবি, উপজেলা চেয়ারম্যান থাকায় দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহীন ভাই পদত্যাগ করেছেন। অন্য কোন কারণ নেই।
এদিকে, যশোরের ৬টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়নপত্র আগেই দেওয়া হয়েছে। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
শেষ মুর্হূতে মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের এই ‘পদত্যাগের’ ঘটনায় নাটকীয়তা সৃষ্টি হয়েছে।
গুঞ্জন রয়েছে, দলীয় হাইকমাণ্ডের গ্রিনসিগন্যালে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন।
শেষ মুর্হূতে যশোরের যেকোন একটি আসনে তাকে প্রার্থী করা হতে পারে।
আওয়ামী লীগের রাজনীতে এটি সবচেয়ে বড় চমক। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহীন চাকলাদারের পদত্যাগের গুঞ্জন।
দলীয় মনোনয়ন পাচ্ছেন, এজন্য নাকি অন্য কারণে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়েছেন সেটি পরিষ্কার নয়।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য রাতে চেষ্টা করেও শাহীন চাকলাদারের সঙ্গে কথা বলা যায়নি।
প্রসঙ্গত, যশোরের ছয়টি আসনেই নৌকার মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। তবে প্রার্থী বদলের সুযোগ এখনো রয়েছে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সামনে।
২০১৪ সালের নির্বাচনে শাহীন চাকলাদার যশোর সদর আসনে মনোনয়ন চেয়েও পাননি। তখন তার সমর্থকরা রাস্তা আন্দোলন করেন মনোনয়নের দাবিতে। এবার মনোনয়ন না পেলেও আন্দোলন হয়নি।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment