![]() |
লেখক- রাহুল বড়ুয়া: করুণ আর্তনাদ, রক্তাক্ত দেহ আমার আঙিনায়, তারপরও পাষণ্ড হৃদয় কেঁপে ওঠে না, যুগ-যুগান্তর ধরেই ঘুমিয়ে আছি, অথচ ঘুমের মাঝেও লাশের মিছিল দেখি, স্বজন হারানোর কান্নার ধ্বনি ভেসে আসে কানে, তবুও আমার ঘুম ভাঙ্গে না। তবুও আমার ঘুম ভাঙ্গে না। সূর্যের প্রচণ্ড তাপে বিশাল বরফখণ্ডও গলে যায়, এমন কি, সুনামীর জলেও তলিয়ে যায় বারবার, তবুও আমার ঘুম ভাঙ্গে না। তবুও আমার ঘুম ভাঙ্গে না। রক্তাক্ত ফুলের কলি শকুনের থাবায়, গাছের পাতারাও অসময়ে ঝড়ে যায়, তবুও আমার ঘুম ভাঙ্গে না। তবুও আমার ঘুম ভাঙ্গে না। অথচ ঘরের বাহিরে মিছিলের পর মিছিল, ব্যানার,প্ল্যাকার্ড নিয়ে রাজপথে সামিল জনসমুদ্র! স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ! রাজপথের স্লোগানে শিহরিত হলো প্রকৃতিও, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, তবুও আমার ঘুম ভাঙলো না। তবুও আমার ঘুম ভাঙলো না।
No comments:
Post a Comment