সলঙ্গা দবিরগঞ্জ বাজারে তিনটি দোকানে এক সঙ্গে চুরি-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 6 November 2018

সলঙ্গা দবিরগঞ্জ বাজারে তিনটি দোকানে এক সঙ্গে চুরি-একুশে মিডিয়া


এম ডি হাফিজুর রহমান (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):
সিরাজগঞ্জ জেলাধীন সলঙ্গা থানার আওতাধীন দবিরগঞ্জ বাজারে তিনটি দোকানে একসঙ্গে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দবিরগঞ্জ বাজার এলাকায়।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিকরা চুরি সম্পর্কে জানতে পারেন। এই ঘটনায় প্রায় ১ লক্ষ টাকার জিনিসপত্র চুরি গেছে বলে জানা যায়। নিত্যদিনের মতো মঙ্গলবার সকালে নিজেদের দোকান খুলতে গিয়ে দোকানের মালিকেরা লক্ষ্য করেন দোকানের তালা ভাঙ্গা। দোকান খুলতেই তাদের মাথায় বাজ ভেঙ্গে পরে ৷
তারা দেখেন দোকানের ভিতরের গ্যালারী ফাকা, এলোমেলো হয়ে আছে দোকানের অন্যান্য জিনিসপত্র।
যে তিনজন দোকানীর দোকানে এই চুরি হয়েছে। তারা সবাই কাপড় ব্যবসায়ী।
তারা হলেন, ১। মোঃ মেনারুল ইসলাম পিতা- মোঃ জিল্লুর হোসেন, গ্রাম- দবিরগঞ্জ, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ৷ ২। মোঃশামছুল আলী, পিতা- মৃত দবির উদ্দিন, গ্রাম- পুকুরপাড়, থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ৷ ৩। মোঃ ইউসুফ আলী, গ্রাম- ছোনতলা, জেলা- সিরাজগঞ্জ।
সুধু এইবারই নয়, এর আগেও এই রকম ঘটনা ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় ব্যবসায়ীরা। এই ঘটনার পর মেনারুল হোসেন জানান যে, মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন, দোকানের বাহিরে তালা কেটে দোকান থেকে চুরি করা হয়েছে। তিনটি দোকানে কিছু শাড়ি, লুঙ্গি, গেঞ্জি সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে। তিনি আরও জানান যে, 'দু' বছর আগেও পাশের একটা দোকানে চুরি হয়েছিল।
"দু" বছর আগে বাজারের দোকানদারা মিলে পাহারা দিলেও, কিছু দোকানদারের অনিয়মে সেটাও বন্ধ হয়ে যায়৷ দবিরগঞ্জ বাজার ব্যবসায়ীরা জানান যে, পাহারা দিতে বললে কেউ কেউ আসেনা। সেই কারনে পাহারা দেয়া বন্ধ হয়ে যায়৷
আবার রাতে প্রহরী রাখলে প্রহরীর টাকা নিয়ে অনেকেই ঝামেলা করে। তাই প্রহরী দেয়া একেবারে বন্ধ ছিল। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages