৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে জাতীয় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 9 November 2018

৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে জাতীয় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে কোন ধরণের প্রচারণা চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এসব কথা বলছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে।
কমিশন সচিব আরও বলেন, যেসব ব্যানার, পোস্টার ব্যবহার করা হয়েছ তা আগামী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলতে হবে। আর নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হেলালুদ্দীন আহমদ আরও জানান, আগামী রোববার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।
এদিকে, জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 
এছাড়া ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages