![]() |
একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলার ঐতিহ্যবাহী সামাজিক সংঠন প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস)।দীর্ঘদিন দরে ভোলার বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কর্মকান্ড চালিয়ে আসছে।এরেই দ্বারা বাহিকতায় শুক্রবার (২ নভেম্বর) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন মধ্য কানাইনগর গ্রামের বাসিন্দা মৃত মোঃ রফিকের ছেলে ও পূর্ব বাপ্তা দাখিল মাদ্রাসার মেধাবী ছাত্র মোঃ সুলায়মান কে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ বাবত অনুদান ও পরীক্ষার সামগ্রী প্রদান করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষিত যুব সংঘের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন,সদস্য সচিব মোঃ আরিয়ান আরিফ, প্রতিষ্ঠাতা মোঃ ইসমাইল হোসেন মুন্না,রাকিবুল হাসান,সাজিদুল ইসলাম শুভ,রাকিবুল আলম,মোঃ সোহেল প্রমুখ।
উল্লেখ সুলায়মানের বাবার মৃত্যু পর থেকে তাদের পরিবার তার মামা চলিয়ে আসছেন।সুলামানের স্বপ্ন সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে।সংঠনটি আহ্বায়ক বলেন, আমাদের সংগঠন তার পাশে আছে এবং সবসময় থাকবে।তার জন্য সংগঠন পক্ষ থেকে দোয়া রইলো।
No comments:
Post a Comment