![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
সোমবার (১২ নভেম্বর) নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে। এলাকাবাসী জানান, নড়াইল সদরের মীরাপাড়া নামক স্থানে নসিমন থেকে পড়ে বাবু মোল্যা (৩৫) নিহত হয়েছেন।
আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বাবু নড়াইলের কালিয়া উপজেলার বনগ্রামের আব্দুল ওদুদ মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সকালে মীরাপাড়া এলাকায় হঠাৎ করে নমিসন স্পিডব্রেকারে উঠে পড়ায় নসিমন থেকে ছিটকে পড়েন বাবু নামের ওই যাত্রী।
গুরুতর আহত অবস্থায় প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার গভীর রাতে বাবুর মৃত্যু হয়। এদিকে, আজ সোমবার সকালে কালিয়া উপজেলার বুড়িখালী নামক স্থানে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা রোকসানা বেগম (৪৫) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা রোকসানাকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন তার ছেলে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় গেলে মা নিহত হন। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
একুশে মিডিয়া, এমএ
No comments:
Post a Comment