![]() |
এম এ হাসান, কুমিল্লা:
আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যে মাঠে সচ্চার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। জনগনের শতভাগ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে আশঙ্কাজনক নাশকতার অভিযোগে জামায়াত বিএনপি সহ ৬৩ জন কে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের দেওয়া তথ্য জানা যায় যে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে দেবিদ্বার উপজেলা বি এন পি’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডি এস বি) মোঃ আজিমুল আহসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে একুশে মিডিয়াকে জানান, শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে বিপদগামীদের গ্রেফতার করছে পুলিশ।তারই ধারাবাহীকতায় বৃহস্পতিবার রাতে জেলার ১৭ উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। একুশে মিডিয়া।
No comments:
Post a Comment