আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
আজ বুধবার (২৮ নভেম্বর) দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এ তালিকা দেয়া হয়েছে।
আসন্ন এ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মহাজোটের সাথে নির্বাচন করার কথা থাকলেও এককভাবে এসব প্রার্থী দেয়া হলো।
১১১ আসনে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন:
০১। ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে হুসেইন মুহাম্মদ এরশাদ।
০২। ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৭ আসনে বেগম রওশন এরশাদ।
০৩। পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার।
০৪। চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
০৫। ঢাকা-৬ আসনে কাজী ফিরোজ রশিদ।
০৬। কক্সবাজার-৩ আসনে জিয়াউদ্দিন বাবলু।
০৭। রংপুর-১ আসনে মশিউর রহমান রাঙা।
০৮। কিশোরগঞ্জ-৩ আসনে মজিবুল হক চুন্নু।
০৯। বরিশার-৬ আসনে নাসরিন জাহান রত্না।
১০। নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শওকত চৌধুরী ও আদেলুর আদেল।
১১। কুড়িগ্রাম-৩ আসনে ড. আক্কাস আলী সরকার।
১২। গাইবান্ধা-১ আসনে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
১২। কুড়িগ্রাম-১ আসনে এ কে এম মোস্তাফিজুর রহমান।
১৩। বগুড়া-২ আসনে শরিফুল ইসলাম জিন্নাহ।
১৪। বগুড়া-৬ আসনে নুরুল ইসলাম ওমর।
১৫। পিরোজপুর-৩ আসনে রুস্তম আলী ফরাজী।
১৬। ময়মনসিংহ-৫ আসনে সালাউদ্দিন আহমেদ মুক্তি।
১৭। ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইসলাম।
১৮। ঢাকা-৪ আসনে সৈয়দ আবুল হোসেন বাবলা।
১৯। নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা।
২০। নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান।
২১। সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মেজবাহ।
২২। সিলেট-২ আসনে ইয়াহ হিয়া চৌধুরী।
২৩। সিলেট-৫ আসনে সেলিম উদ্দিন।
২৪। কুমিল্লা-২ আসনে আমির হোসেন ভূঁইয়া।
২৫। কুমিল্লা-৮ আসনে নুরুল ইসলাম মিলন।
২৬। লালমনিরহাট-৩ আসনে গোলাম মোহাম্মদ কাদের।
২৭। খুলনা-১ আসনে সুনীল শুভরায়।
২৮। ফেনী-৩ আসনে লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
২৯। বরিশাল-২ আসনে মাসুদ পারভেজ (সোহেল রানা) ও ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন।
৩০। হবিগঞ্জ-১ আসনে আলহাজ্ব আতিকুর রহমান।
৩১। গাইবান্ধা-৩ আসনে ব্যারিস্টার দিলারা খন্দকার।
৩২। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রেজাউল ইসলাম ভূঁইয়া।
৩৩। কুড়িগ্রাম-২ আসনে পনির উদ্দিন আহমেদ।
৩৪। কুষ্টিয়া-১ আসনে শাহরিয়ার জামিল।
৩৫। নাটোর-১ আসনে মো. আবু তালহা।
৩৬। দিনাজপুর-৬ আসনে দেলোয়ার হোসেন।
৩৭। কুড়িগ্রাম-৪ আসনে আশরাফ-উদ্-দৌলা।
৩৮। নোয়াখালী-১ আসনে মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামী জোট)।
৩৯। রাজশাহী-৫ আসনে আবুল হোসেন।
৪০। সাতক্ষীরা-২ আসনে আজাহার হোসেন।
৪১। ঢাকা-১৩ আসনে সফিকুল ইসলাম সেন্টু।
৪২। বরগুনা-২ আসনে আলহাজ্ব মিজানুর রহমান।
৪৩। চট্টগ্রাম-১৬ আসনে মাহমুদুল ইসলাম চৌধুরী।
৪৪। লালমনিরহাট-১ আসনে মেজর (অব.) খালেদ আখতার, পার্বত্য।
৪৫।খাগড়াছড়ি আসনে সোলাইমান আলম শেঠ।
৪৬। নীলফামারী-১ আসনে জাফর ইকবাল সিদ্দিকী।
৪৭। ঠাকুরগাঁও-৩ আসনে মো. হাফিজ উদ্দিন আহমেদ।
৪৮। গাইবান্ধা-৫ আসনে এইচএম গোলাম শহীদ রঞ্জু।
৪৯। নীলফামারী-৩ আসনে ফারুক কাদের।
৫০। ঝালকাঠি-১ আসনে এমএ কুদ্দুস খান।
৫১। কক্সবাজার-১ আসনে হাজী মো. ইলিয়াস।
৫২। টাঙ্গাইল-৫ আসনে শফিউল্লাহ আল মনির।
৫৩। বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে।
৫৪। খুলনা-৬ আসনে শফিকুল ইসলাম মধু।
৫৫। নাটোর-২ আসনে মজিবুর রহমান সেন্টু।
৫৬। নরসিংদী-২ আসনে মো. আজম খান।
৫৭। কুমিল্লা-৪ আসনে ইকবাল হোসেন রাজু।
৫৮। যশোর-৪ আসনে এড, জহিরুল হক।
৫৯। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে কাজী মামুনুর রশিদ।
৫০। চট্টগ্রাম-৪ আসনে দিদারুল আলম দিদার।
৫১। নড়াইল-১ আসনে মিল্টন মোল্লা।
৫২। হবিগঞ্জ-২ আসনে শংকর পাল।
৫৩। টাঙ্গাইল-৭ আসনে জহিরুল ইসলাম জহির।
৫৪। রংপুর-৪ আসনে মোস্তফা সেলিম বেঙ্গল।
৫৫। নওগাঁ-৩ আসনে এডভোকেট তোফাজ্জল হোসেন।
৫৬। ঢাকা-৫ আসনে আবদুস সবুর আসুদ।
৫৭। জয়পুরহাট-২ আসনে আবুল কাশেম রিপন।
৫৮। কক্সবাজার-২ আসনে আলহাজ্ব মো. মহিবুল্লাহ।
৫৯। শেরপুর-১ আসনে মো. ইলিয়াস উদ্দিন।
৬০। নরসিংদী-৪ আসনে মো. নেওয়াজ উদ্দিন ভূঁইয়া।
৬১। টাঙ্গাইল-৮ আসনে কাজী আশরাফ সিদ্দিকী।
৬২। সাতক্ষিরা-১ আসনে সৈয়দ দিদার বখত।
৬৩। রংপুর-২ আসনে আসাদুজ্জামান চৌধুরী (শাবলু)।
৬৪। রংপুর-৫ আসনে এসএম ফখর উজ জামান।
৬৫। জয়পুরহাট-১ আসনে আ স ম মোক্তাদির তিতাস।
৬৫। বগুড়া-১ আসনে গোলাম মোস্তফা বাবু।
৬৬। গাজীপুর-৫ আসনে রাহেলা পারভীন শিশির।
৬৭। নওগা-৪ আসনে ডা. মো. এনামুল হক।
৬৮। নাটোর-৪ আসনে আলাউদ্দিন মৃধা।
৬৯। মুন্সিগঞ্জ-২ আসনে শেখ মো. সিরাজুল ইসলাম।
৭০। রাজশাহী-৩ আসনে শাহাবুদ্দিন বাচ্চু।
৭১। রাজবাড়ী-১ আসনে মো. আসরাফুজ্জামান হাসান।
৭২। ঝিনাইদহ-৩ আসনে ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন।
৭৩। ঢাকা-৯ আসনে অধ্যাপক দেলোয়ার হোসেন।
৭৪। নোয়াখালী-৪ আসনে মোবারক হোসেন আজাদ।
৭৫। জামালপুর-২ আসনে মোস্তফা আল মাহমুদ।
৭৬। দিনাজপুর-২ আসনে এডভোকেট জুলফিকার হোসেন।
৭৭। বাগেরহাট-৩ আসনে সেকেন্দার আলী মনি।
৭৮। ঢাকা-১৪ আসনে মোস্তাকুর রহমান মোস্তাক।
৭৯। নেত্রকোনা-৩ আসনে জসীম উদ্দিন ভূঁইয়া।
৮০। নোয়াখালী-৩ আসনে ফজলে এলাহী সোহাগ।
৮১। সিলেট-৩ আসনে ওসমান আলী।
৮২। সাতক্ষীরা-৪ আসনে আবদুুস সাত্তার মোড়ল।
৮৩। মানিকগঞ্জ-৩ আসনে জহিরুল আলম রুবেল।
৮৪। মানিকগঞ্জ-১ আসনে এমএ মান্নান।
৮৫। ঢাকা-৭ আসনে তারেক আহমেদ আদেল।
৮৬। বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিপু ও ফখরুল আহসান শাহজাদা।
৮৭। চাঁদপুর-৪ আসনে মনিরুল ইসলাম মিলন।
৮৮। নোয়াখালী-২ আসনে মো. হাসান মঞ্জুর।
৮৯। কুমিল্লা-৭ আসনে লুৎফর রেজা খোকন।
৯০। দিনাজপুর-১ আসনে মো. শাহীনুর ইসলাম।
৯১। নোয়াখালী-৬ আসনে এডভোকেট নাসিম উদ্দিন।
৯২। বায়েজিদ, পটুয়াখালী-৩ আসনে মাওলানা সাইফুল ইসলাম।
৯৩। পটুয়াখালী-৪ আসনে আনোয়ার হোসেন।
৯৪। বরিশাল-৫ আসনে এ্যাডভোকেট একএম মর্তুজা আবেদিন।
৯৫। পঞ্চগড়-১ আসনে আবু সালেহ।
৯৬। গাইবান্ধা-৪ আসনে কাজী মো. মশিউর রহমান।
এইদিকে কয়েকটি আসনে দুটি করে আসনে প্রার্থীর নাম থাকলেও বাকী নামগুলো জানা যায় নি।
No comments:
Post a Comment