![]() |
একুশে মিডিয়া, দোহার প্রতিনিধি:
নৌকা মার্কার ঢাকা ০১ আসনের দোহার, নবাবগঞ্জের এম.পি প্রার্থী হওয়ার বাসনায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা কে স্বচল রাখতে বললেন মুকসুদপুর ইউনিয়নের ভোটারদের বাংলাদেশ সরকারের বেসরকারী খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্ঠা জনাব সালমান এফ রহমান।
বুধবার সকাল ১০ টায় পদ্মা কলেজে, ১২ টায় মধুরখোলা স্কুলে,বিকাল ৩ টায় মইৎপাড়া মাদ্রাসায়, ৪ টায় দুবলী বাজারে, ৫ টায় পূর্বচর স্কুলে সন্ধ্যা ৬ টায় মুকসুদপুর সামসুদ্দিন সিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সব কথা বলেন সালমান এফ রহমান মুকসুদপুর ইউনিয়নের ভোটারদের সাথে পৃথক পৃথক মত বিনিময় সভার মাধ্যমে।
তিনি বলেন, আমি আসছে নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে ঢাকা ০১ আসন দোহার নবাবগঞ্জের এম.পি প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছি, যদি নোউমিনিশন পাই।
তিনি আরও বলেন, বিগত ১০ বছরে আপনারা দেখেছেন বাংলাদেশে কত উন্নয়ন হয়েছে, আওয়ামীলীগ সরকারের আমলে। তার মধ্যে দুইটি উদাহরন দিচ্ছি, ১/ বিদ্দ্যুতের সমস্যা এখন আর নেই। ২/ পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নে হচ্ছে। তাই উন্নয়নের ধারা কে স্বচল রাখতে, আপনাদের নৌকায় ভোট দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব, মাহবুবুর রহমান, দোহার উপজেলার চেয়ারম্যান আলমগির হোসেন, সাধারন সম্পাদক আলী আহসান খোকন, রাহিম কমিশনার, গিয়াসউদ্দিন আল মামুন, এশিয়ান টেলিভিশনের চিপ রিপোর্টার লাবন্য ভুইয়াসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
No comments:
Post a Comment