হরিপুরে ফুরকপির বাজার ধস-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

  

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 3 November 2018

demo-image

হরিপুরে ফুরকপির বাজার ধস-একুশে মিডিয়া

Ekushey-News-media


একুশে মিডিয়া, হরিপুর ঠাকুরগাও প্রতিনিধি:
কয়েকদিন আগেই পাইকারি বাজারে ফুলকপির প্রতি কেজি ২৫-৩০ টাকা ছিল। এ বাজার দরের সংবাদ পুরানো। এখন ফুলকপির মুল্য প্রতিকেজি ৬ থেকে ৮ টাকা। দিন যত চলে, বাজারে তত দাম কমে ফুলকপির। এমন দরপতনে কৃষকের মাথায় হাত। সপ্তাহ আগে পাইকারি বাজারে ফলকপির দাম ছিল প্রতি মণ এক হাজার থেকে ১২শ টাকা। গত শনিবার সেই ফুলকপি ৩ থেকে ৩৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আগাম ফুলকপি চাষ করেন কৃষকেরা। দামও ভাল ছিল। অনেকে চাষিই বলেছিল ফুলকপির এমন আকাশছোঁয়া দাম আগে কখনো দেখেনি। কিন্ত সপ্তাহ ব্যবধানে দাম পাতালে ঠেকেছে। 
গত শনিবার সকালে উপজেলার কাঠালডাঙ্গীবাজার এলাকায় গিয়ে দেখা যায় ফুলকপির বাজারের এমন চিত্র। 
এই এলাকার সাইরুল নামে এক ফুলকপি চাষী বলেন, তিনি ৩৩ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেন, এতে খরচ হয়েছে ৯হাজার টাকা। বিক্রি করেছেন ২৬ হাজার টাকা। তবে এখন আর লাভের মুখ দেখছে না চাষীরা। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় আগাম ফুলকপি চাষ করা হয়েছে ১শ ৫০ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার জানান, সরকারের কৃষি পরিবেশ বান্ধবনীতি ও সার বীজের সহজ লভ্যতার কারণেই হরিপুরে উপজেলায় ফুলকপির বাম্পার ফলন হয়েছে বলেও মনে করছেন তারা। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন এলাকায় ফুলকপি এখন আগাম চাষ করা হচ্ছে। তাই এই এলাকায় আগাম ফুলকপির বাজার কমে গেছে বলে ধারোনা করা হচ্ছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages

Contact Form

Name

Email *

Message *