আনোয়ারায় সন্ত্রাসী হামলার শিকার হলেন বাঁশাখালী ক্রিকেট একাডেমীল কোচ এরশাদ!-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 23 November 2018

আনোয়ারায় সন্ত্রাসী হামলার শিকার হলেন বাঁশাখালী ক্রিকেট একাডেমীল কোচ এরশাদ!-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রামের বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ, জাতীয় দৈনিক আলোকিত সকাল,

দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন এসএনটিভি বাঁশখালী ও আনোয়ারা প্রতিনিধি, বাঁশখালী নিউজের নির্বাহী সম্পাদক, এবং বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান ও নির্যাতন প্রতিরোধ সোসাইটির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ এরশাদ আনোয়ারায় হামলার শিকার হয়েছেন।
মোহাম্মদ এরশাদ একুশে মিডিয়াকে বলেন, গতকাল চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে চন্দনাইশ ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে যান দল নিয়ে। খেলা শেষে ফেরার পথে তিনি ও তার দল আনোয়ারা সরকার হাট এলাকায় যানজটে আটকা পড়েন।
দীর্ঘক্ষন যাবৎ যানজটে আটকে থাকার পর ওই মূহূতে বাড়ি থেকে ফোন আসলে তিনি গাড়ি থেকে নেমে ফোনে কথা বলার এক পর্যায়ে একদল সন্ত্রাসী তাকে মারধর করতে শুরু করে। তিনি কি হয়েছে, কেন মারছেন জানতে চাইলে সন্ত্রাসীরা বলে ইকবাল ভাইয়ের সাথে ব্যায়াদ্ধবী কি জন্য করলি এই বলে তার উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে য়ায়। তার সাথে থাকা মোবাইল ফোন এবং নগত অর্থ ছিনিয়ে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।। ঘটনার পর মোহাম্মদ এরশাদ আনোয়ারা থানা অফিসার ইনর্চাজকে ফোন করলে তিনি থানায় এসে অভিযোগ করার পরামর্শ দেন।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages