কুতুবদিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মী বিরুদ্ধে মামলা-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 1 November 2018

কুতুবদিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মী বিরুদ্ধে মামলা-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। কুতুবদিয়া থানার পিএসআই (নিঃ) কাজী আবুল বাসার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে আরো ৩০/৪০জনকে অজ্ঞাত আসামী হিসেবে রাখা হয়েছে।
এজাহারে উল্লেখিত আসামীরা হলেন, লেমশীখালী ইউনিয়নের মৌলভী পাড়ার মোঃ সেলিম (৪২), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলী ফকির ডেইল গ্রামের হাবিবুল্লা (৪৫),উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান জাতায়াত নেতা শহরিয়ার চৌধুরী (৫৫), বড়ঘোপ ইউনিয়নের জামায়াত নেতা ওয়াক্কাস প্রকাশ আক্কাস (৩৭), দক্ষিণ ধুরুং এর জামায়াত নেতা সাইদুল মনির(৩৬), আনুর বাপের পাড়ার আবু তাহের আনসারী (৪৯), রেজাউল করিম (২৭), লেমশীখালী ইউনিয়নের আফাজ উদ্দিন সিকদার পাড়ার জাফর আহমদ (৫৫) জসিম উদ্দিন (৪৫), গাইনা কাটার সরওয়ার আলম (৩৮),করালা পাড়ার আবদুল করিম (৫৩), উত্তর ধুরুং লাল ফকির পাড়ার কুতুব উদ্দিন(৪২), বড়ঘোপ মাতবর পাড়ার আলীম উদ্দিন (৪৪), হাজী সিকদার পাড়ার মৌলভী ওসমান (৩৭), দক্ষিণ ধুরুং নুরার পাড়ার মোঃ রফিক (৩৭), ধুরুং কাচার কায়সার আলম (৩৭), আলী আকবর ডেইল ৯নং ওয়ার্ডের নাছির উদ্দিন (৪৫), দক্ষিণ ধুরুং পূর্ব আলী ফকির ডেইলের মোজাম্মেল হক (৩৮), মশরফ আলী সিকদার পাড়ার রাজা মিয়া (৫০), আশা হাজীর পাড়ার আনাইয়া (৫২), পূর্ব লেমশীখালীর কবির আহমদ (৫৮), আবদরু রশীদ হাজীর পাড়ার হোছাইন আজমী (৫৭),আলী আকবর ডেইল তাবালের চরের জহিরুল ইসলাম (৪২), সন্ধিপী পাড়ার মনির উল্লাহ (৫২), দক্ষিণ ধুরুং পূর্ব আলী ফকির ডেইলের এহেছানুল হক (৪৪) ও বড়ঘোপ মুরালিয়া গ্রামের জামায়াত নেতা কামাল পাশা (৩৫)।
এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন জামায়াতি ইসলামী নামের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ গেজেট প্রকাশ হওয়ার পর খবর পেয়ে সরকার ও রাষ্ট্র বিরোধী নাশকতা সৃষ্টির লক্ষে গত ২৯ অক্টোবর রাত ১০.৪৫ (এজাহারে ২২.৪৫) মিনিটের সময় উপজেলার ধুরুং বাজার সংলগ্ন দক্ষিণ ধুরুং ও উত্তর ধুরুং সংযোগকারী আজম সড়কের সংযোগস্থলে নাথ পাড়া সংলগ্ন রনজিতের দোকানের সামনে পাকা সড়কের উপর কতিপয় দুষ্কৃতিকারী নারায়ে তকবীর স্লোগানসহকারে সরকার বিরোধী স্লোগান দিয়ে তান্ডব শুরু করেছে, এসময় দুষ্কৃতিকারীরা গুলি বর্ষণ করে যানবাহন ও দোকান ভাংচুর করছে খবর পেয়ে কুতুবদিয়া থানার পিএসআই(নিঃ) কাজী আবুল বাসার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে দুষ্কৃতিকারীদের পরিচয় জেনে এজাহারে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ১৫ (৩)/ ২৫-ডি ধারায় গত ৩০ অক্টোবর (যার মামলা নং-৯ তাং ৩০অক্টোবর) থানায় মামলা করা হয় বলে নিশ্চিত করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages