![]() |
মোঃ রফিকুল ইসলাম,বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজী পরীক্ষা পরিদর্শনে গিয়ে সন্তোষপ্রকাশ করেন এডিশোনাল ডেপুটি কম্পোটোলার অ্যান্ড অডিটর জেনারেল অ্যাডমিন মো: নওশদ হোসেন হিরু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান।
উপজেলার জেএসসি নতুন পরীক্ষা কেন্দ্র ফুলহাতামাধ্যমিক বিদ্যালয়ে ৯ নভেম্বর শুক্রবার ইংরেজী পরীক্ষা পরিদর্শনে গিয়ে পরীক্ষার হলেরসার্বিক দিক পরিদর্শন কওে শান্তিপূর্ন পরিবেশ দেখে এ মন্তব্য করেন।
উক্ত পরীক্ষ কেন্দ্রে উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় তোরাব মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছাফরাখালী মাধ্যমিক বিদ্যালয়, পাঁচগাও এম এম মাধ্যমিক বিদ্যালয়, বহুরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিপেনকমল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা উক্ত কেন্দ্র পরীক্ষায় অংশ গ্রহনকরেন।
সর্ব মোট ২৯৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১৫৩ জন, ছাত্রী ১৪২জন ও অনুপস্থিতি ৬ জন ।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment