![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহা সড়ক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তরুণী সাবিনা ইয়াসমিন (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বটতল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ একুশে মিডিয়াকে জানান, আমাদের টহল টিম সকালে বটতল এলাকায় রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে।
বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে জানানো হলে সীতাকুণ্ড থানার এসআই শওকত লাশটি উদ্ধার করে।
পুলিশ একুশে মিডিয়াকে জানান, নিহত সাবিনা উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের বটতল এলাকার জহুরুল ইসলামের মেয়ে।
কিছুদিন আগে সাবিনা সাথে পূর্ব লানগর গ্রামের সারোয়ার উদ্দিনের সাথে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পারিবারিক সুত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে সাবিনা ডাক্তারের কাছে যাবে বলে সাবিনা বাবার বাড়ি থেকে বের হয়ে সে আর ঘরে ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে তাকে অনেক খোজাঁখুজি করার পর পাওয়া যায়নি। আজ সকালে মহাসড়কের পাশ থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
একুশে মিডিয়া।
একুশে মিডিয়া।
No comments:
Post a Comment