প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ চলছে-একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 1 November 2018

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ চলছে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
গণভবনে একই টেবিলে বসছেন জাতীয় নেতৃবৃন্দ। দীর্ঘ প্রতিক্ষার পর আজ (১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মিলিত হয়েছেন দেশের শীর্ষ রাজনীতিকরা। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নিতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর চিঠি দেয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। ফলে আজ সন্ধ্যা সাতটায় দেশবাসীর বহু কাক্সিক্ষত সংলাপ শুরু হয়েছে গণভবনে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২৩ ও জাতীয় ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২১ জন নেতা গণভবনে এক টেবিলে বসেছেন। দেশে দীর্ঘ দিন ধরে চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খোঁজবেন জাতীয় নেতারা। দেশবাসীর দৃষ্টিও এখন গণভবনের দিকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাধারণ মানুষ রাজনৈতিক সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান চাচ্ছেন। সংলাপে অংশগ্রহণকারীরা (উভয়পক্ষ) ছাড় দেয়ার মানসিকতা ও উদার মনোভাব নিয়ে আলোচনা এগিয়ে নেবেন এমনটাই প্রত্যাশা দেশবাসীর। আজ সংলাপে অংশ নেয়া শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ জন প্রতিনিধি হচ্ছেন- শেখ হাসিনা এমপি (দলনেতা), ওবায়দুল কাদের এমপি, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফর উল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, মাঈনুদ্দিন খান বাদল এমপি, অ্যাডভোকেট আনিসুল হক এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, ড. আবদুস সোবহান গোলাপ, ড. হাছান মাহমুদ এমপি ও অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছেন ২১ জন জাতীয় নেতা। এরা হচ্ছেন- ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব, মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, মোকাব্বির খান, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও আ ও ম শফিক উল্লাহ। জানা গেছে, সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট্রের নেতারা। সংলাপ নিয়ে সাধারণ মানুষের মনে কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। সেগুলো হচ্ছে- কী কথা হবে তাদের মধ্যে? সংলাপ ফলপ্রসূ হবে কি? ঐক্যফ্রন্টের সাত দফা দাবি কি মেনে নেবে আওয়ামী লীগ? নাকি অংশগ্রহণ নির্বাচনের স্বার্থে ছাড় দেবে ঐক্যফ্রন্ট? সংলাপের মাধ্যমে রাজনৈতিক উত্তাপের বরফ গলবে নাকি রাজপথেই নামতে হবে বিরোধীদের। তবে সাধারণ মানুষ একটি শান্তিপূর্ণ সমাধান চায়।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages