১৮ ওয়াটের ৪টি বাল্বে ‘পল্লী বিদ্যুৎ’ এ ১মাসে বিল উঠেছে ৮ হাজার ৩৬৫ টাকা!-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 4 November 2018

১৮ ওয়াটের ৪টি বাল্বে ‘পল্লী বিদ্যুৎ’ এ ১মাসে বিল উঠেছে ৮ হাজার ৩৬৫ টাকা!-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ভোলা রিপোর্ট:
ভোলার লালমোহনে ১৮ ওয়াটের ৪টি বাল্বের এক মাসে বিল উঠেছে ৮ হাজার ৩৬৫ টাকা। পল্লী বিদ্যুৎ অক্টোবর মাসের জন্য দুই গ্রাহককে এই বিল কষেছে।
অদ্ভূত ও ভুতুড়ে এমন বিল দেয়া হয়েছে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিরোগঞ্জ এলাকার মিজানুর ও মোতাহার নামের দুই গ্রাহককে।
এদের মধ্যে মোতাহারের নামে বিল করা হয়েছে অক্টোবর মাসে ৬০৫ ইউনিট, বিল ৪৫১২ টাকা। আর মিজানের নামে অক্টোবর মাসে ৫৪১ ইউনিট বাবদ বিল উঠেছে ৩৮৫৩ টাকা। এ ঘটনা নিয়ে উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
মিজানুর রহমান জানিয়েছেন, তার নামে পল্লী বিদ্যুৎ অফিস থেকে ২টি এনার্জি বাল্ব ব্যবহার করার জন্য এক মাসের বিল পাঠিয়েছে ৩ হাজার ৮৫৩ টাকা। যা তার পুরো মাসে সংসার চালানোর খরচ। তার মতো অনেক গ্রাহককেই লালমোহন পল্লী বিদ্যুৎ অফিস হয়রানি করছে।
গ্রাহক মোতাহার অভিযোগ করে বলেন,  দিনমজুরের কাজ করি। বিদ্যুৎ বিলের কথা চিন্তা করে ঘরে ফ্যান পর্যন্ত লাগাইনি। সাশ্রয়ী হিসেবে ২টি এনার্জি বাল্ব জ্বলে। রাতের অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। তারপরও পল্লী বিদ্যুৎ অফিস ভুয়া বিল করে পাঠিয়েছে। যেখানে ২টি এনার্জি বাল্বের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দেখানো হয়েছে ৬০৫ ইউনিট। আর এর মূল্য দেখানো হয়েছে  ৪৫১২ টাকা।
পল্লী বিদ্যুতের এই বিলের বিষয়ে অফিসে অভিযোগ জানালেও প্রতিকার পাচ্ছেন না বলেও জানান মোতাহার।
এ বিষয়ে লালমোহন উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এ.এসএম. শাহিন আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই গ্রাহকদের অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages