একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি)
আজ রবিবার (২৫ নভেম্বর) ২০১৮ইং আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও বৃহস্পতি। ২৫ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর নেপচুনের প্রভাব প্রবল।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৭,১৬,২৫।
আপনার শুভ বর্ণ: হলুদ ও বেগুণী।
শুভ গ্রহ ও বার: সোম ও বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ ও একুয়ামেরীন।
চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। ২য়া তিথি, সকাল : ৯:২১ থেকে ৩য়া তিথি চলবে।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। যোগাযোগে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। ছোট ভাই বোনের উচ্চ শিক্ষা নিয়ে দুঃশ্চিন্তা করতে পারেন। মুদ্রণ শ্রমিক ও সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালন কালে সতর্ক হতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা নতুন কোনো অর্ডার পেতে পারেন। শ্যালক শ্যালিকার কাছ থেকে আর্থিক সাহায্য প্রাপ্তির সম্ভাবনা।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃষ রাশি ( ২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা আইনগত জটিলতার সম্মূখীন হতে পারেন। নিকট আত্মীয়র সাথে মনমালিন্য হতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা দেখা দেবে।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলার। সামাজিক ও রাজণৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। রাজণৈতিক কর্মকান্ডে গোপন শত্রুতার শিকার হতে হবে। দূর্ণাম বদনাম রটার আশঙ্কা।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর কারনে কোনো ঝামেলা হতে পারে। গোপন শত্রুতার কারনে আপনার আর্থিক ক্ষতির আশঙ্কা। মূল্যবাণ দ্রব্যাদি হারিয়ে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্যে কারো উপর বেশী নির্ভর করা ঠিক হবে না। আইনের কোনো ঝামেলা থেকে সতর্ক হতে হবে।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধু বা বড় ভাই এর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায়ের সুযোগ পেয়ে যাবেন। চাকরীজীবীদের বেতন আদায়ে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। টিকাদারী কাজে কোনো আর্থিক জটিলতার সম্মূখীন হতে হবে। বৈদেশিক উৎস থেকে ধনলাভের সুযোগ পেতে পারেন।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): আজ কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। ট্যেকনিকাল কাজে অনাকাঙ্খীত ঝামেলার আশঙ্কা। রাজনৈতিক কর্মকান্ডে কোনো বয়ষ্ক ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। উচ্চ শিক্ষায় শনির কারনে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। পিতার সাথে কোনো কারনে মনমালিন্য হওয়ার আশঙ্কা। জীবিকার জন্য বিদেশ যাত্রায় বাধা বিপত্তি। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে না। অনাকাঙ্খীত ঝামেলা দেখা দেবে। আধ্যাত্œীক কাজে ব্যস্ত হতে পারেন।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যংক ঋণ পরিশোধের চাপ বাড়তে পারে। ঝুকিপূর্ণ বিনিয়োগে লোকসানের যোগ প্রবল। বুঝে শুনে বিনিয়োগ করুন। আজ রাস্তাঘাটে সতর্ক হতে হবে। পুলিশী হয়রাণির আশঙ্কা রয়েছে। প্রশাসনিক কোনো ব্যক্তির সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। রোমান্টিক বিষয়ে সতর্ক থাকুন।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে না। অংশিদারী ব্যবসায় বারবার বাধা বিপত্তি দেখা দেবে। ঠিকাদারী কাজের বিল পেতে সমস্যা হতে পারে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হবে। খুচরা ও পাইকারী দোকানদারদের দিনটি ভালো যাবে না। নির্মাণ সামগ্রীর ব্যবসায় ভালো আয় হবে।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল হয়ে উঠতে পারে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ । যাত্রাপথে আইনগত জটিলতা পুলিশী হয়রাণির সম্মূখীন হতে পারেন। যানবাহনের যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যার কারনে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা পেতে পারেন। আইনগত জটিলতা থেকে পরিত্রান হবে না।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রেম ও রোমান্সে দেখা করার ক্ষেত্রে বাধা বিপত্তি। সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের কাজে অগ্রগতি অনিশ্চিত হয়ে পড়বে। সন্তানের কোনো সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে । বিজ্ঞাণের শিক্ষার্থীরা আশানুরুপ অগ্রগতি আশা করা যায়। শৈল্পিক কাজের কোনো প্রদর্শণীতে অংশ নিতে পারেন।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ও ঝামেলার আশঙ্কা রয়েছে। মায়ের শরীর ভালো যাবে না। আত্মীয়র সাথে বিরোধ হবার আশঙ্কা। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত আলোচনায় বাধা বিপত্তি দেখা দেবে। প্রত্যাশিত কাজে বাধার কারনে ব্যবসায়ীরা হতাশ হতে পারেন। ধৈর্য্য ধারন করুন।(((রবিবারের রাশিফল-একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment