একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থীর তালিকায় নেই যেসব এম.পি-মন্ত্রীরা।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 15 November 2018

একাদশ সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থীর তালিকায় নেই যেসব এম.পি-মন্ত্রীরা।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের  সৌজন্য সাক্ষাৎ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের কিছু সৌজন্য বক্তব্য দিয়ে সভা শেষ করেছেন।  গত বুধবার (১৪ নভেম্বর) মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সূত্র জানা যায়, মূলত মাঠ জরিপ, নেতাদের অবস্থানসহ ৬টি জরিপের ভিত্তিতে এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। জরিপে দেখা গেছে, প্রায় ৭৪টি আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী বদল হচ্ছে। তবে, দলের একাধিক সূত্র জানিয়েছে, এটি মূলত খসড়া। শেষ মুহূর্তে আরও অন্তত ১০টি আসনে প্রার্থী যোগ-বিয়োগ হতে পারে।
খসড়া তালিকায় দেখা যাচ্ছে, বর্তমান মন্ত্রীদের মধ্যে অনেকেই মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যিনি অবসরে যাওয়ার জন্য মনোনয়ন পাচ্ছেন না। দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ এবং বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক অসুস্থতার কারণে এবার মনোনয়ন নিচ্ছেন না। বিতর্কিত ভূমিকার জন্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মনোনয়ন পাচ্ছেন না বলে তথ্য পাওয়া গেছে।
আওয়ামী লীগের এবারের মনোনয়নে তরুণ, সমাজের গণ্যমান্য প্রতিশ্রুতিশীল ব্যক্তিবর্গ ও ত্যাগী কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে একাধিক সূত্রের পাওয়া খবরে জানা গেছে।
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত আসনগুলোতে দশম জাতীয় সংসদে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পাচ্ছে না সেগুলো নিচে তুলে ধরা হলো:
১. ঠাকুরগাঁও-২
২. দিনাজপুর-১
৩. দিনাজপুর-৬
৪. নীলফামারী-১
৫. লালমনিরহাট-১
৬. লালমনিরহাট-৩
৭. রংপুর-২
৮. গাইবান্ধা-৩
৯. জয়পুরহাট-১
১০. বগুড়া-৫
১১. চাঁপাইনবাবগঞ্জ-১
১২. চাঁপাইনবাবগঞ্জ-২
১৩. চাঁপাইনবাবগঞ্জ-৩
১৪. নওগাঁ-২
১৫. নওগাঁ-৪
১৬. নওগাঁ-৫
১৭. রাজশাহী-১
১৮. রাজশাহী-৩
১৯. রাজশাহী-৫
২০. নাটোর-১
২১. নাটোর-২
২২. সিরাজগঞ্জ-৩
২৩. সিরাজগঞ্জ-৫
২৪. সিরাজগঞ্জ-৬
২৫. পাবনা-১
২৬. পাবনা-৩
২৭. পাবনা-৪
২৮. মেহেরপুর-১
২৯. কুষ্টিয়া-৪
৩০. চুয়াডাঙা-১
৩১. ঝিনাইদহ-১
৩২. ঝিনাইদহ-৪
৩৩. মাগুরা-১
৩৪. নড়াইল-১
৩৫. নড়াইল-২
৩৬. বাগেরহাট-৪
৩৭. খুলনা-২
৩৮. খুলনা-৪
৩৯. সাতক্ষীরা-৪
৪০. বরগুনা-১
৪১. বরগুনা-২
৪২. ভোলা-২
৪৩. বরিশাল-২
৪৪. পিরোজপুর-১
৪৫. টাঙ্গাইল-৩
৪৬. টাঙ্গাইল-৬
৪৭. ময়মনসিংহ-২
৪৮. ময়মনসিংহ-৬
৪৯. ময়মনসিংহ-১১
৫০. নেত্রকোনা-৪
৫১. কিশোরগঞ্জ-১
৫২. কিশোরগঞ্জ-২
৫৩. ঢাকা-১৪
৫৪. ঢাকা-১৮
৫৫. গাজীপুর-১
৫৬. গাজীপুর-৩
৫৭. ফরিদপুর-১
৫৮. শরীয়তপুর-২
৫৯. সুনামগঞ্জ-১
৬০. সুনামগঞ্জ-২
৬১. সিলেট-১
৬২. সিলেট-৩
৬৩. মৌলভীবাজার-১
৬৪. মৌলভীবাজার-৩
৬৫. হবিগঞ্জ-২
৬৬. হবিগঞ্জ-৪
৬৭. চাঁদপুর-৩
৬৮. লক্ষ্মীপুর-৪
৬৯. চট্টগ্রাম-৩
৭০. চট্টগ্রাম-৪
৭১. চট্টগ্রাম-১১
৭২. চট্টগ্রাম-১২
৭৩. চট্টগ্রাম-১৫
৭৪. কক্সবাজার-৪
আমাদের রাজনীতি সূত্র একুশে মিডিয়া রিপোর্ট।

একুশে মিডিয়া/আরএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages