বাঁশখালীর গুনাগরীতে অত্যাধুনিক শপিং মল উদ্বোধন।একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 17 December 2018

বাঁশখালীর গুনাগরীতে অত্যাধুনিক শপিং মল উদ্বোধন।একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
"এক ছাদের নিচে পরিবারের সবার জন্য সবকিছুই" শ্লোগানে গুনগত বাহারী পন্যের বিপুল সমাহার নিয়ে বাঁশখালীর গুনাগরীতে শূভ উদ্বোধন করা হল অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 'উৎসব শপিং মল'।
১৬ ডিসেম্বর, রবিবার স্বাধিনতার বিজয় উৎসবের দিনে গুনাগরীর রামদাশ মুন্সির হাটে মা শিশু ও জেনারেল হাসপাতালের সামনে স্বপ্নিল সুপার মার্কেটের ২য় তলায় ঝাঁকজমক বর্ণিল অায়োজনে ফিতা কেটে উৎসব শপিং মলের শুভ উদ্বোধন করেন, মা শিশু ও জেনারেল হাসপাতালের চেয়ারম্যান বিশিষ্ঠ সমাজসেবক এডভোকেট অাবু নাছের। এসময় অারো উপস্থিত ছিলেন, উৎসব শপিং মলের পরিচালকবৃন্দ যথাক্রমে এডভোকেট অানোয়ার সাদাত, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ শওকত, মোহাঃ সেলিম উদ্দিন, ইফতেখারুল ইসলাম, অাব্দুল কাদের প্রমুখঃ।
অামন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, মা শিশু জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক মোহাঃ ইউনুস, সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ ফারুখ ও নুরুল মোস্তফা।
উল্লেখ্যঃ সুন্দর সুপরিসর ও মনোরম পরিবেশ, সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত সার্বক্ষনিক সিসি ক্যামরা দ্বারা নিরাপত্তার চাদরে ঢাকা, সুলভ মূল্যে শতভাগ ক্যাশমেমোর বিপরিতে একদামে পণ্য বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্ঠি অর্জনের প্রত্যয়ের দৃপ্ত অঙ্গিকারে পথ চলা অত্যাধুনিক এই শপিং মলে অালাদা অালাদা গ্যালারীতে মেয়েদের শাড়ি, থ্রিপিস, কসমেটিক্স, জুয়েলারী জোন, কিড্স গ্যালারী, অত্যাধুনিক জেন্টস কালেকশান, পাদুকা গ্যালারী, ব্লেজার, কোট, শার্টিং স্যুটিং, বোরকা গ্যালারী, থান কাপড়, কম্বল, ব্যাগ এন্ড ব্যাগেজ, জুতো স্যান্ডেল, রেডিমেড টি শার্ট ও ইলেকট্রনিক্স গ্যালারীসহ  বিভিন্ন গ্যালারীতে দৃষ্ঠিনন্দন দেশি বিদেশী বাহারী পন্যের বিপুল সমাহার নিয়ে শৈল্পিকভাবে সাজানো হয়েছে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages