রোমান চৌধুরী, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে চট্টগ্রামের সাংবাদিক সমাজ একটি স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। "সাংবাদিক বান্ধব মহিউদ্দিন চৌধুরী " শীর্ষক গ্রন্থটির আজ মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মিন্টু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাংবাদিক মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ,রিপোর্টার্স ইউনিয়ন সভাপতি আবুল মনসুর,নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment