মোঃ আরিয়ান আরিফ, ভোলা:
ভোলায় রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বুধবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
সকালে জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সম্পাদক আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সামস উল-আলম মিঠু, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান, ভোলা সরকারি কলেজের প্রভাষক জামাল উদ্দিন, কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের পিসি মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট ইউনিট অফিসার তরিকুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু, হেল্প অ্যান্ড কেয়ার পরিচালক অমি আহাম্মেদ, স্বাস্থ্য বিভাগের উপ-প্রধান ফাহাদ রাবিদ, যুব সদস্য মোঃ আরিয়ান আরিফ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের জনশক্তির এক তৃতীয়াংশ যুবক, এদেরকে শক্তিতে পরিণত করতে হবে। সেবক হিসেবে যুবকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তথ্যই শক্তি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুবকরা দেশকে আরো সুন্দর করতে কাজ করবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment