একুশে মিডিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌরসভাধীন সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ১ বিষয়ে অনার্স কোর্স চালু হয়। ৫ ডিসেম্বর বুধবার সকালে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল হাসানের সভাপতিত্বে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অনার্স কোর্স - আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাস এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় ভর্তিকৃত ৪৪ জন শিক্ষার্থীকে রজনীগন্ধা স্টিক দিয়ে শিক্ষকবৃন্দ বরণ করে নেন । সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা উত্তরাঞ্চলের একটি শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ। সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে ১৯৪৮ সালে স্থাপিত হয়ে দক্ষ গভর্নিংবডি ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০৪ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় মাদ্রাসা বিভাগে প্রথম স্থান অধিকার করায় সনদপত্র প্রদান করা হয়।এর পরে "সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় প্রাতিষ্ঠানিক কৃতিত্ব সনদ ঠাকুরগাঁও জেলাধীন ঠাকুরগাঁও সদর উপজেলার এসএসসি/ দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসাকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে। সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রথম শ্রেণী হতে কামিল শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালে একটি বিষয়ে অনার্স কোর্সের চালুর অনুমতি পাওয়ার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। আজ ৫ ডিসেম্বর সকালে তাদের উদ্বোধনী ক্লাস সহ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত থেকে শিক্ষকবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ, আবুল হাসান সহযোগী অধ্যাপক, মাহফুজুল ইসলাম,সহকারী অধ্যাপক(তাফসীর বিভাগ), বাদশা আলমগীর সহকারী অধ্যাপক,(ফিকাহ বিভাগ), আলহাজ্ব মাও:ফজলে রাব্বি মোর্ত্তজাবী, সহকারী অধ্যাপক (তাফসীর বিভাগ), মোঃ বেলাল উদ্দিন প্রধান, সহকারী অধ্যাপক,(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), খাদিজা পারভীন, প্রভাষক (বাংলা বিভাগ), মাওলানা দাইমুল ইসলাম, প্রভাষক (হাদিস বিভাগ), মো:শাহজাহান নেওয়াজ।
একুশে মিডিয়া/মহিনু আক্তার
No comments:
Post a Comment