একুশে মিডিয়া, লাইফ রিপোর্ট:
জ্যোতিষ শাস্ত্রী ফকির ইয়াসির আরাফাত মেহেদী
আজ সোমবার (৩ ডিসেম্বর) ২০১৮ ইং আপনার জন্মদিন হলে পাশ্চাত্য মতে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি। ৩ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর বৃহস্পতির প্রভাব প্রবল।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
আপনার শুভ সংখ্যা: ৩,১২,২১,৩০।
আপনার শুভ বর্ণ: হলুদ।
শুভ গ্রহ ও বার: বৃহস্পতি।
শুভ রত্ন: পোখরাজ।
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কন্যা রাশিতে বিকাল : ৫:০৭ থেকে তুলা রাশিতে অবস্থান করবে। ১১শী দুপর :২:৩৭ পর্যন্ত, পরে ১২শী তিথি চলবে।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে সহকর্মীদের সাথে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। ব্যবসায়ীক কাজে দিনটি ভালো যাবে না। আর্থিক সঙ্কটের সম্মূখীন হতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। দুপরের পর থেকে আয় রোজগার বৃদ্ধি পাবে। কাজে কর্মে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে সামান্ন লাভের আশা করা যায়।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ও রোমান্সের পক্ষে অনুকূল। আজ সন্তানের জন্য কেনা কাটার যোগ রয়েছে। প্রিয় জনের সাহায্য পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। দুপরের পর কর্মস্থলে কিছু ঝামেলার আশঙ্কা। অধীনস্ত কর্মচারীর দ্বারা উপকৃত হতে পারেন।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। পারিবারিক ও গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। মামা বা খালার সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ প্রবল। বৈদেশীক কাজে অগ্রগতি আশা করা যায়। দুপরের পর প্রেম ও রোমান্স শুভ। সৃজনশীল পেশাজীবীরা নতুন কোনো অর্ডার পেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে। গার্মেন্টস ও রেডিমেড গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। দুপরের পর বাড়ীতে অতিথি সমাগমের যোগ। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে।গৃহ ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
সিংহ রাশি (২১জুলাই - ২১ আগষ্ট): আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। খাদ্য ও বেকারী ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। খুচরা বেচাকেনায় লাভবান হবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। দুপরের পর কোনো ভালো সংবাদ লাভের সম্ভাবনা। ছোট ভাই বোনের চাকরি সংক্রান্ত তদবিরে অগ্রগতি হবে।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার আজ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন। রাজণৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। বিকালের পর বকেয়া টাকা আদায়র জন্য চাপ দিন। খুচরা ও পাইকারী বাণিজ্যে ভালো আয়ের যোগ। রেস্টুরেন্ট ব্যবসা শুভ।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালে ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধির সম্মূখীন হতে হবে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। আমদাণী রপ্তাণী কাজে অগ্রগতি আশা করতে পারেন। ট্রাভেল এজেন্সী ও এয়ার টিকেটিং ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। দুপরের পর থেকে সময় বলবান হয়ে উঠবে। ব্যবসায়ীক ক্ষেত্রে লাভবান হবেন। মানসিক অশান্তির সমাধান হতে পারে।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বৃশ্চিক রাশির দিনটি শুভ সম্ভাবনাময়। আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরীজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনো ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। বিকালের দিকে কিছু কেনাকাটার যোগ আছে। প্রবাসীদের আয় রোজগারে ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক প্রয়োজনে দূরের যাত্রার যোগ।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
ধনু রাশি (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারী চাকরীতে উন্নতির সম্ভাবনা প্রবল। প্রভাবশালী কোনো কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ পেয়ে যাবেন। বিকালের দিকে ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় হতে পারে। চাকরীজীবীরা বকেয়া বেতন পেতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মকর রাশি (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারী): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ বেকারদের ভাগ্য উদয়ের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোন কাজে অংশ নিতে পারেন। বিকালের দিকে বেকারদের কর্মলাভের যোগ রয়েছে। রাজনৈতিক ও জনসংযোগ মূলক কাজে অগ্রগতি হবে। কর্মস্থলে আপনার নতুন দায়িত্ব লাভের যোগ। প্রভাব শালী কোনো আমলার সাহায্য পেতে পারেন।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
কুম্ভ রাশি (২১ জানুয়ারী - ১৮ ফেব্রুয়ারী): কুম্ভ রাশির রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র যাবে। আজ ঋণ দান বা ঋণগ্রহণ করতে হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। ইন্সুরেন্স থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীক কারনে কোনো পুলিশী হয়রাণীর সম্মূখীন হতে পারেন। দুপর থেকে সময় ভালো হয়ে উঠবে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী - ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে । আজ ব্যবসায় ও কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। দুপরের পর ব্যবসায়ীক কাজে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। ঋণ গ্রহনের প্রয়োজন হতে পারে। পাওনাদারের টাকা ফেরত দেওয়ার চাপ বৃদ্ধি পাবে।(((সোমবারের রাশিফল-একুশে মিডিয়া)))
No comments:
Post a Comment