জয়পুহাটেৱ দোগাছী ইউনিয়ন যুবলিগেৱ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 December 2018

জয়পুহাটেৱ দোগাছী ইউনিয়ন যুবলিগেৱ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত।একুশে মিডিয়া


খন্দকাৱ রাব্বী জয়পুহাট প্র‌তি‌নি‌ধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সাম‌নে রে‌খে জয়পুরহাট সদৱ  উপ‌জেলাৱ ২নং দোগাছী ইউনিয়ন যুবলিগেৱ  বি‌শেষ ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত । বৃহস্পতিবাৱ বিকাল ৫ টায় দোগাছী শহীদ সেকেন্দাৱ সরকাৱী প্রাথমিক বিদ্যালয়েৱ নজরুল ভবনে   ইউ‌নিয়ন যুবলী‌গের অা‌য়োজ‌নে উক্ত ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হয়।

দোগাছী ইউনিয়ন যুবলি‌গের সভাপ‌তি মো: এনামুল হক এৱ  সভাপ‌তি‌ত্বে,  প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন যুগ্ন সাধাৱন সম্পাদক জয়পুরহাট জেলা অাওয়ামীলীগে ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল হক বেনু  অারও উপ‌স্থিত ছি‌লেন জয়পুরহাট জেলা যুবলিগেৱ সভাপতি প্রভাষক সুমন কুমাৱ সাহা,  জেলা যুবলিগেৱ সাধাৱন সম্পাদক মো: ৱাসেল দেওয়ান মিলন,  সদর উপজেলা যুবলিগেৱ সভাপতি অশোক কুমাৱ ঠাকুৱ,সদর উপজেলা যুবলিগেৱ সাধাৱন সম্পাদক মো:ছারোয়াৱ হোসেন সহ জেলা যুবলীগ, থানা যুবলীগ, পৌরযুবলীগ , ইউনিয়ন যুবলীগ এৱ অংগসংগঠ‌নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

সমগ্র অনুষ্ঠান‌টি সঞ্চালন ক‌রেন ২নং দোগাছী ইউনিয়ন যুবলীগেৱ বিপ্লবী  সাধাৱন সম্পাদক মো: জাকারিয়া হোসেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages