নড়াইলে বিজয়ের মাসে চেতনার লাল-সবুজের পতাকা বিক্রির ধুম।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 11 December 2018

নড়াইলে বিজয়ের মাসে চেতনার লাল-সবুজের পতাকা বিক্রির ধুম।একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে বিজয়ের মাসে লাল সবুজের পতাকা ফেরি করে বিক্রিবাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। বিজয়ের মাসে লাল-সবুজের পতাকা দেশের সর্বত্র উড়তে দেখি আর তখন লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্বা ভালোবাসায় মন ওভরে ওঠে।
বিজয়ের চেতনায় এ মাসে শুরু থেকেই জাতীয় পতাকার ব্যবহার বেড়ে যায় । ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি চুড়ান্ত রুপ ধারন করে । স্কুল, কলেজ, মাদ্রাসা অফিস আদালত. বাড়ির ছাদে, বারান্দায়, মোটর সাইকেল, ভ্যান গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহনে লাল-সবুজের পতাকা পত পত করে উড়তে থাকে। সেই পতাকা ফেরি করে বিক্রি ঘটনা বিজয়ের মাস ডিসেম্বর খুব বেশী চোখে পড়ে।
গতকাল সোমবার সকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন, লোহাগড়া বাজার, কালনা ফেরিঘাট, কুন্দশী মোড়, লক্ষীপাশা চৌরাস্তা ফয়েজ মোড়সহ বিভিন্ন মোড়ে জাতীয় পতাকা ও মাথার ব্যান্ডেজসহ নানা ধরনের উপকরণ উপজেলা শহরে ঘুরে ঘরে বিক্রি করছে ।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নারানদিয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন ,বিজয়েরর মাস আসলে আমাদের গ্রামের অধিকাংশ লোক জাতীয় পতাকা তৈরী করে বিভন্ন জেলা শহর ও উপজেলা শহরে চলে আসি । বিজয়ের মাসের এ ১৬ দিনে জাতীয় পতাকা বিক্রি করে খরচ বাদ দিয়ে আমরা লাভ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা । 


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages