নড়াইলে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা।একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 6 December 2018

নড়াইলে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা।একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়ন যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে।
নির্বাচনী গণসংযোগ সৃষ্টির লক্ষে প্রার্থীরা এখন থেকেই মাঠে দৌঁড়ঝাপ শুরু করবেন। আর এ কারণে বিভিন্ন জায়গায় নানা অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আর এ উপলক্ষে নড়াইল জেলা পুলিশের পদক্ষেপসমূহ সম্পর্কে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মেদ, বিপিএম। 
আজ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইল পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি) মোঃ ইশতিয়াক হোসেন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ এস.এম. ইকবাল হোসেনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।
খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মেদ, বিপিএম নড়াইল পৌঁছানোর পর তিনি নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সালামি গ্রহণ করেন। মতবিনিময় সভা চলাকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে নড়াইল জেলা পুলিশ কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন সেগুলো সম্পর্কে জানতে চান। সেই সাথে তিনি বিভিন্ন দিক-নির্দেশনাও প্রদান করেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ দিদার আহম্মেদ, বিপিএম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে আমরা জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের মধ্যে কোনো প্রকার গ্রুপিং ও লবিং ছাড়াই জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করাই পুলিশের একমাত্র দায়িত্ব ও কর্তব্য। এক্ষেত্রে কোনো ব্যতয় ঘটলে পুলিশের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। সেই সাথে নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানকল্পে পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।
এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে নড়াইল জেলা পুলিশকে যত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হোক না কেন তত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে সাথে সাথে তার বিরুদ্ধে এ্যাকশান নেওয়া হবে। মোট কথা সুষ্ঠু নির্বাচনের লক্ষে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages