আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (৮ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন এ রায় দেয়। ঢাকা-৯ আসনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের মনোনয়নও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
অপরদিকে ঢাকা-১৭ আসনে সাবেক মন্ত্রী তৃণমূল বিএনপির সভাপতি নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তিনি নৌকা মার্কায় নির্বাচন করতে পারবেন না। তাকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন।
একুশে মিডিয়া/আরএ
No comments:
Post a Comment