রোমান চৌধুরী, চট্টগ্রাম:
আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম -১০ আসনে মহাজোটের প্রার্থী ডাঃ আফছারুল আমীনের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
আজ সন্ধায় দেওয়ানহাটস্থ নির্বাচনী কার্যালয়টি উদ্বোধনের সময় মেয়র বলেন, নগরের পূর্নাঙ্গ তিনটি আসন ৯,১০ ও ১১ আসনের জয়ের উপর অাংশিক আসনগুলোর বিজয় অনেকটা নির্ভরশীল। তাই পূর্ণাঙ্গ আসনে নৌকার বিজয় নিশ্চিতে আমরা ঝাঁপিয়ে পড়েছি। এসময় মাহতাব উদ্দীন চৌধুরী,নঈম উদ্দীন চৌধুরী,১০আসনের নৌকার প্রার্থী ডাঃ আফছারুল আমীন,বেলায়েত হোসেনসহ নগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment