মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দোহারে বিএনপির ১৬৩ নেতাকর্মীর নামে মামলা করেছে আওয়ামী লীগের দুই নেতা। পুলিশ জানায়, গত বুধবার বিকেলে বিএনপির মিছিল শেষে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পৃথকভাবে মামলা দুটি দায়ের করেছে দোহারের বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদ চোকদার ও পৌরসভা ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ওয়াসিম চোকদার।
দোহার থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মুন্সী সাংবাদিকদের বলেন, বুধবার বিকেলে বিএনপির মিছিল শেষে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। ওই মামলায় বিএনপির ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেছেরও রয়েছেন।
এদিকে, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের স্বজনদের ভিড় সামলাতে দোহার থানার প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়।
বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাশেদ চোকদার দাবি করেণ, যে মোটরসাইকেল দুটি পুড়ানো হয়েছে এর মধ্যে একটি তার নিজের অপরটি যুবলীগের ওয়াসিম চোকদারের।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment