এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরে বাসের ধাক্কায় খোকন বিশ্বাস (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত৮টার দিকে যশোর সদরের ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খোকন চাচড়া রায়পাড়া এলাকার মকবুল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাস ভাঙচুর করেছে।প্রতিবাদে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে বেনাপোল থেকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৩৩১৩) যশোরের দিকে আসছিল। যশোর সদরের ধোপাখোলা এলাকায় বাসটি খোকন বিশ্বাস নামে ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি মারা যান। এ ঘটনার পর উত্তেজিত জনতা দুটি বাস ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে শ্রমিকরা রাস্তায় বাস আড় করে দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই খোকনের মৃত্যু হয়। চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment