এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোরের শার্শার সবার প্রিয় শিক্ষক ইমদাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি………রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৪) বছর। তিনি উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের আলহাজ্ব ইসমাইল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সোমবার রাতে এমদাদ হোসেন ব্রেন স্টোক করেন। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। শিক্ষক এমদাদ হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তিনি উপজেলার সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার যোহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment