ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 16 December 2018

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সূর্যোউদয়ের সাথে সাথে বিউগল বাজিয়ে ও তপ্পোধ্বনী দিয়ে স্বাধীনতার শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় বাংলাদেশ আ:লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের পক্ষ হতে শহীদদের শ্রদ্ধা জানিয়ে অপরাজেয় ৭১ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান পরে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের আয়োজনে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তলনের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়।
উক্ত কুচকাওয়াজে জেলার বিভিন্ন বিদ্যালয়,কলেজের শিক্ষার্থী, স্কাউট ও রোভাররা অংশ নেয়।
কুচকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের মাঝে ফুল দিয়ে সংবর্ধনা জানান অতিথিবৃন্দ। শেষে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages