এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ৫নং শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামে ঘুমের মধ্যে এক সন্তানের জননীকে হত্যার পর পালিয়েছে পাষন্ড স্বামী। নিহত আয়েশা আক্তার(২৫)। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল মিয়ার স্ত্রী।
গতকাল রোববার তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল হক। তিনি জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় সুত্রে জানা গেছে, তিন বছর আগে বিয়ের পর থেকে প্রায়ই শাকিল শ্বশুড় বাড়িতে থাকতো।
দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া চলছিল। শনিবার রাতে পারিবারিক কলোহের জের ধরে শাকিল আয়েশাকে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘুমের মধ্যে আয়েশাকে হত্যা শেষে পালিয়ে যায় স্বামী শাকিল। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে কোন সাড়া শব্দ না পেয়ে রুমে গিয়ে দেখে-আয়েশার লাশ পড়ে রয়েছে এবং স্বামী শাকিল নেই। নিহত আয়েশা এক মেয়ে সন্তানের জননী।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment