উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে শুক্রবার গভির রাতে রফিকুল ইসলাম নামে শিবিরের এক নেতাকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। রফিকুল বিল দড়িয়া গ্রামের ক্বারী আব্দুল মালেক সিকদারের ছেলে।
নড়াইলের কালিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন খান বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবিরের জেলা শাখার সেক্রেটারী রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি কালিয়া উপজেলার বিলদড়য়া গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান সাটারর গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, রফিকুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার নামে আরো তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment