এম এ হাসান, কুমিল্লা:
অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধ পাওয়ার পরপরই কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) অাসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিশাল নির্বাচনী শোডাউন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ই ডিসেম্বর বিকালে চৌদ্দগ্রাম সরকারি এইজ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।মূহুর্তের মধ্যে চোখে পড়ার মত নেতৃবৃন্দের উপস্থিতি জনসমুদ্রে রুপ ধারন করে, সরেজমিনে দেখা গেল চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতি মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজী ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।
উক্ত বিশাল জনসমুদ্রে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।এসময় তিনি আবারো চৌদ্দগ্রাম উপজেলায় বিভিন্ন উন্নয়ন স্থাপনার কথা বলেন এবং পূনরায় চৌদ্দগ্রাম উপজেলা কে দেশের সর্ব উন্নত উপজেলা হিসেবে স্থান করার কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হারুন অর রশীদ, সাবেক কুমিল্লা জেলা প্রশাসক আলহাজ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সোহেল হায়দার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, রাশেদা আখতার, মজুমদার, জেলা আওয়ামী লীগ নেতা শামছুল আলম আলী হোসেন, কামাল উদ্দিন, সাইফুল ইসলাম, মমিনুর রহমান ফটিক, আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন, আকতার হোসেন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা ভ ম আফতাবুল ইসলাম, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, গুনবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ খোকন সহ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment