উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও গণসঙ্গীতের আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্রাধিক প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এর উদ্বোধন করেন ডিসি আনজুমান আরা। ১.নড়াইলে বুদ্ধিজীবী দিবসে প্রদীপ প্রজ্জ্বলন প্রদ্বীপ প্রজ্জ্বলের পর স্থানীয় শিল্পীদের কন্ঠে দেশাত্মবোধক গানের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয় শুক্রবার সন্ধ্যায়।
ডিসি তার বক্তব্যে ৭১ সালে নির্মমভাবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। এ সময় তিনি আত্মত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment