মোহাম্মদ ছৈয়দুল আলম, চট্টগ্রাম:
দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অভ্যর্থনায় সিক্ত হলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এম.পি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘ ২৪ বছরের দলীয় কোন্দল ও ভেদাভেদ ভুলে গিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তৃণমূলের সাধারণ নৌকা সমর্থকরা ঐক্যের সুরে মেতে উঠেছে।
এই আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের প্রথম দিন আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেলে ৫ শতাধিক মোটর সাইকেল ও ২ শতাধিক বিভিন্ন গাড়ী বহর নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীকে বাঁশখালী সীমান্তের তৈলারদ্বীপ সেতু এলাকা হতে শোভাযাত্রা সহকারে পুরো প্রধান সড়ক এলাকা জুড়ে প্রচারণায় সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী হওয়া লেগেছে।
মোটর শোভাযাত্রায় দলীয় ব্যানার, পেষ্টুন নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন সমর্থকরা। দলীয় প্রার্থীকে বহন করা শোভা যাত্রা সাধারণ মানুষ ও ভোটারদের নজর কাড়ে। এ সময় দলীয় প্রার্থীর সাথে ছিলেন দীর্ঘদিনের দলীয় কোন্দলকৃত বিভিন্ন নেতাকর্মীরাও। আওয়ামী লীগের ঐক্যের বহর দেখে যায় যায নৌকা সমর্থনে, তৃণমূল নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা অনেকটা আশাবাদী হয়ে উঠেছে নৌকার বিজয়ে। তাছাড়া রাজনৈতিক বুদ্ধাদের সাথে আলাপচারিতায় জানা যায়।
এই আসনটিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত আশাবাদী সমর্থকরা। তবে দীর্ঘদিন দলীয় কোন্দল থাকায় দলটি অনেকটা ঝিমিয়ে পড়েছিল।
মোটর শোভাযাত্রা শেষে বাঁশখালী পৌরসদরস্থ গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে দলীয় সকল সিনিয়র নেতাকর্মী ও তৃণমূলের নৌকা সমর্থকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment