ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে বড় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরুস্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী। ফাইনালে ছেলেদের খেলায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তারা পীরগঞ্জ উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর মেয়েদের খেলায় পীরগঞ্জ উপজেলার দানাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। তারা রানীশংকৈল উপজেলার গন্ডাবাড়ী বাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ক্রীড়া কর্মকর্তা আব্দুস সামাদ পান্না, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আঞ্জুমান আরা কলি ও প্রদীপ কুমার বর্মন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment