জয়পুরহাট আমার জেলা: সাংবাদিক সাজেদুল ইসলাম টিটু। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 7 December 2018

জয়পুরহাট আমার জেলা: সাংবাদিক সাজেদুল ইসলাম টিটু। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-সংবাদিক: সাজেদুল ইসলাম টিটু।

"জয়পুরহাট জেলায় জন্ম আমার
     জয়পুরহাট জেলায় বাড়ি,
জয়পুরহাট জেলার সঙ্গে আমার
         বাধা আছে নাড়ি"

"পাঁচটি থানার সমন্নয়ে হয়েছে
        জয়পুরহাট জেলা,
   একটির নাম পাঁচবিবি থানা
         সুনাম তাদের মেলা"

"কালাই থানা জয়পুরহাট জেলার
            আর একটি নাম,
   পাঁচবিবির মত তাদের আছে
        অনেক অনেক সুনাম"

"আক্কেলপুর নামে অন্য একটি থানা
       জয়পুরহাট জেলার অংশ,
  ক্ষেতলাল থানা হলো জয়পুরহাট
         জেলার দক্ষিন পূর্বাংশ"

"জয়পুরহাট সদর জয়পুরহাট 
     জেলার প্রধানতম থানা,
আরো কিছু জানতে চাইলে এই 
লেখায় চোঁখ রাখতে নেই মানা"

"জয়পুরহাট জেলা বর্তমানে চৌত্রিশ
            বছর বয়সের যুবক,
পরিচিতিতে তবুও কেনো এখনো
             বগুড়ার সহায়ক?"

"বিশ্বের বুকে বাংলাদেশের ছোট্র
   জেলা জয়পুরহাটের নাম,
তুলে ধরতে এগিয়ে আসুন সবাই 
    করি জয়পুরহাটের সুনাম"

"জয়পুরহাট জেলার আয়তন হল 
     ৯৬৫.৮৮ বর্গ কিলোমিটার,
ছোট্র এই জেলার প্রতি ভালবাসা 
         হৃদয়ে মোদের সবার"

"জয়পুরহাট জেলার পাঁচটি থানায় 
       আছে পাঁচটি পৌরসভা,
      ইউনিয়ন আছে মাত্র ৩২ টি
            মারহাবা মারহাবা"

"জয়পুরহাট জেলায় আরো আছে
         ৯৮৮ টি ছোট বড় গ্রাম,
সব গ্রামের মানুষ গুলোর আছে
       আলাদা আলাদা সুনাম"

৬৪% শিক্ষিত সব জয়পুরহাটের
       আপামর জনসাধারন,
  ক্রমেই তা এগিয়ে যাচ্ছে বৃদ্ধি
          হচ্ছে তাদের জ্ঞান"

"জয়পুরহাট জেলায় অবস্থিত
      ৩ টি সরকারি কলেজ,
৩৯ টি বেসরকারি কলেজ বৃদ্ধি
   করছে ছাত্র ছাত্রীর নলেজ"

    "বয়ে আনছে অনেক সুনাম
জয়পুরহাট মহিলা ক্যাডেট কলেজ,
উচ্চ শিক্ষায় ভারি করছে মেয়েদের
      জ্ঞান ভান্ডারের লাগেজ"

"জয়পুরহাট জেলায় আরো আছে
        চারটি কামিল মাদ্রাসা,
   শিক্ষার মান ভালোই তাদের
            নেই কোন দুর্দশা"

"কৃষি নির্ভর অর্থনীতি জয়পুরহাট
         জেলার প্রধান স্তম্ভ,
  জয়পুরহাট হলো উত্তরাঞ্চলের
           শস্য ভান্ডার খ্যাত"

"জয়পুরহাট জেলায় পাওয়া গিয়েছে
            চুনা পাথরের সন্ধান,
       জামালগঞ্জের মাটির নিচে
             আছে তা অফুরান"

আরো আছে অফুরন্ত বিটুমিনাস
          কয়লা সারি সারি,
উত্তোলন করলে দুঃখ ঘুচবে এই
এলাকার খেটে খাওয়া মানুষেরী"

"ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক নান্দনিক
              ও ঐতিহাসিক স্থান,
সবুজ মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্যে এই
        জেলা ভরপুর অফুরান"

"জয়পুরহাট জেলার প্রাচীন সভ্যতার 
   লীলাভূমি পাঁচবিবির পাথরঘাটা,
ঐতিহাসিক আরো কত শত স্থান আছে
          লিখবো আমি কয়টা"

"জয়পুরহাট জেলা বেড়িয়ে যাবার
      রইল সব বন্ধুদের নিমন্ত্রন,
 সুন্দর সুন্দর জায়গা দেখে সবার
      অনেক আনন্দে ভরবে মন"

                   সমাপ্তঃ-

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages