এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:
যশোর চৌগাছা উপজেলা এলাকার তিনটি রাইস মিল ও দুটি ফিলিং স্টেশনসহ ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে, ভ্রাম্যমান আদালত যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর নামকস্থানে চেকপোস্ট বসিয়ে ৮টি মোটরসাইকেল চালককে মোটরযান আইনে জরিমানা করেছেন।
ভ্রাম্যমান আদালতে থাকা পেশকার শেখ জালাল উদ্দীন সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম যশোরের চৌগাছার আর এস ফিলিং স্টেশনে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমান আদালত অকটেন ভোক্তাদের ওজনে কম দেওয়ার প্রমান পান। আদালতের বিচারক উক্ত ফিলিং স্টেশন মালিক ইয়াকুব হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক তা আদায় করেন। একই দিন দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম চৌগাছা বাজারের রুমানা বেকারিতে অভিযান চালান। এ সময় তারা দেখতে পান, ওই বেকারির বিএসটিআই এর কোন অনুমতি পত্র কিংবা লাইসেন্স নেই। তা সত্বেও উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই এর লোগো ব্যবহার করেছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উক্ত বেকারি মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে ৮ হাজার টাকা জরিমানা ধার্য্য পুর্বক তা আদায় করেন। এছাড়া, একই ভ্রাম্যমাণ আদালত কামরুল ইসলাম ফিলিং স্টেশনে অভিযান চালান। এ সময় আদালত ওই ফিলিং স্টেশনের প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না থাকায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। সূত্রগুলো জানান, মঙ্গলবার বিকেল ৪ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান ও কাউসার আলী যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে চেকপোস্ট বসিয়ে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় মোটর সাইকেল আরোহী ও চালক হেলমেট ব্যবহার না করায় ৮টি মোটরসাইকেল চালককে মোট ১৭ শ টাকা জরিমানা করেন। অপরদিকে, ৩ডিসেম্বর সোমবার ভ্রাম্যমান আদালতের একটি টিম বেলা সাড়ে ১১টায় যশোরের চৌগাছার কলেজপাড়ার আহমেদ আলী রাইস মিলে অভিযান চালান।
এ সময় আদালত দেখতে পান ওই মিলে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে।
যার কারনে বিজ্ঞ বিচারক মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক তা আদায় করেন। একইদিন দুপুর ১২টায় একই আদালত চৌগাছার সলুয়ার শামীম রাইস মিলে অভিযান চালান। এ সময় আদালত একই অপরাধে মিল মালিক সাবিদ হাসানের বিরুদ্ধে মামলা দিয়ে ২ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক তা আদায় করেন। একইদিন দুপুর সাড়ে ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত যশোরের চৌগাছার কয়েরপাড়ার সিরাজুল ইসলামের রাইস মিলে অভিযান চালান। এ সময় একই অপরাধে আদালত মিল মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ শ’ টাকা জরিমানা ধার্য্য পূর্বক তা আদায় করেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment