উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে লোহাগড়া থানার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)।
নড়াইল জেলার লোহাগড়ায় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, লোহাগড়া থানার অফিসারবৃন্দসহ সকল ফোর্সবৃন্দ। শনিবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় মতবিনিময় সভা চলাকালে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে কোনো প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনারোধে পুলিশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল প্রকার দলীয় প্রভাব ও স্বজনপ্রীতিকে দূরে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণকে সহায়তা করতে হবে।
এছাড়া কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো অভিযোগ উত্থাপিত হলে তার বিরুদ্ধে সঠিক অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও নির্বাচনকে সামনে রেখে মাদকব্যবসায়ীরাও সক্রিয় হয়ে উঠতে পারে। এদিকেও সকল পুলিশ কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মাদকের সাথে কোনো আপোষ চলবে না। সেই সাথে মাদক ব্যবসায়ীদের সাথে কোনো পুলিশ কর্মকর্তা সখ্যতা গড়ে তুললে সাথে সাথে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment