একুশে মিডিয়া, রিপোর্ট:
ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, আর কোন অরিত্রীকে হারাতে চাই না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।
পাশাপাশি সংশ্লিষ্ট সকল অপরাধির সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ৭ ডিসেম্বর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় শিক্ষাধারার প্রধান পৃষ্টপোষক ও নুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাতীয় শিক্ষাধারার ভারপ্রাপ্ত সভাপতি শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় সাংস্কৃতিকধারার সভাপতি চঞ্চল মেহমুদ কাশেম, আলতাফ হোসেন রায়হান, আনোয়ার হোসেন সাঈদী, লালমনিরহাট সেভ দ্য রোড-এর সন্বয়ক মাহফুজুর রহমান, জাতীয় শিক্ষাধারার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অনলাইন প্রেস ইউনিটির সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জাতীয় আদিবাসীধারার সাধারণ সম্পাদক লিটন দ্রং, জাতীয় শিক্ষাধারার সহ-সভাপতি মামুন বাবুল, পাবনা অনলাইন প্রেস ইউনিটির সমন্বয়ক রাকিব আল হাসান, জাতীয় শিক্ষাধার সহ-সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় মোমিন মেহেদী বলেন, টাকার রাজনীতি আর এই দেশে চলবে না। চলবে না শিক্ষা নিয়ে বাণিজ্যও। আর তাই সবার ঐক্যবদ্ধতা চাই। বিজ্ঞপ্তি।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment