এম এ হাসান, কুমিল্লা:
আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে কুমিল্লা-১১ আসন এর মহাজোটের নির্বাচিত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এর নৌকা প্রতীক এর পক্ষে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে ১৭ই ডিসেম্বর সোমবার রাত ৮টায় স্থানীয় ইউনিয়নের জামমুড়া দক্ষিণ পাড়া গ্রাম বাসীর আয়োজনে জামমুড়া দক্ষিণ পাড়ায় উক্ত ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোশারফ হোসেন লিটন এর উপস্থাপনায় ও জামমুড়া দক্ষিণ পাড়ার সর্দার ছেরু মিয়ার সভাপতিত্বে উক্ত ওঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।
এসময় তিনি বলেন নিজেদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৩০ই ডিসেম্বর উন্নয়নের জনক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাইকে নৌকা প্রতীক ভোট দিয়ে পূনরায় নির্বাচিত করতে হবে।
মুজিবুল হকের জন্য কালিকাপুর ইউনিয়নে আজ সকল উন্নয়ন স্থাপনা,আর তাই নিজেদের উন্নয়নের প্রয়োজনে নৌকার বিকল্প নেই।উক্ত ওঠান বৈঠকে মহাজোটের নির্বাচিত প্রার্থীর বিভিন্ন উন্নয়ন স্থাপনার বর্ননা দিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সর্দার, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী উপ কমিটির সাবেক সহ-সম্পাদক সেলিম আহমেদ শামস্, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মেম্বার, জয়নাল আবেদীন স্বফন, কবির হোসেন, মোস্তফা কামাল, নুরুল ইসলাম, যুবলীগের সহ-সভাপতি স্বফন মাহামুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রহমান, সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মিন্টু, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ মাহামুদ সহ আরো অনেকে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment