একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নৌকার মনোনীত প্রার্থী সংসদ সদস্য জুয়েল আরেং’র পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার ধারা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ধারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব।
এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ বিপ্লব বলেন, বর্তমান সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবার জুয়েল আরেং’কে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment